মিয়ানমারে
বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
মিয়ানমারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জন মারা গেছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় স্থানীয় রাস্তাগুলোতে। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।
গুলিতে ২ জনের মৃত্যুর পাশাপাশি বহু সংখ্যক লোক আহত হয়েছেন। আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা একটি বাস স্টেশনে আশ্রয় নিলে পুলিশ সেখানে তাদের উপর গুলিবর্ষণ করে।
উল্লেখ্য, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রতিদিনই দেশটির সাধারণ জনগণ সামরিক সরকার হঠাতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে।